সাইবার অপরাধের ঘটনা
উইলসন
ক্যাফের মালিক
উইলসন (Wilson): আমি একটি ছোট ক্যাফে চালাই এবং অনলাইনে অনেক প্রচারণার কাজ করি। তাই, যখন সাইবার অপরাধীরা আমার ক্যাফের সোশ্যাল মিডিয়া পেজ দখল করে নেয়, আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম।
প্রিয়া
টেকনিক্যাল অফিসার
প্রিয়া (Priya): আমার ব্যক্তিগত তথ্য একটি অনলাইন ডেটা লিকের মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল। এটা ভীষণ উদ্বেগের ব্যাপার ছিল।
নাদিয়া
কমিউনিটি অ্যানগেজমেন্ট অফিসার
নাদিয়া (Nadia): আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে কেউ আমার পরিচয় ব্যবহার করে একটি ভুয়া প্রোফাইল তৈরি করেছিল, এবং তারপর তারা অত্যন্ত অশালীন কনটেন্ট পোস্ট করেছে এবং আমাকে অর্থের জন্য ব্ল্যাকমেইল করেছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ মানুষ যদি ভাবে এই পোস্টগুলো আমি করেছি, তাহলে সেটা আমার সুনামের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
উইলসন (Wilson): আমার অর্থ লেনদেনের সংরক্ষিত তথ্য চুরি হয়ে গেছে। এই সাইবার আক্রমণের কারণে আমি প্রায় $২০০০ হারাতে বসেছিলাম। আমি অনেক সময় দিয়ে সেই পেজটি তৈরি করেছিলাম। এটাকে এভাবে হারিয়ে ফেলাটা ছিল সত্যিই মর্মান্তিক।
প্রিয়া (Priya): আমি দেখলাম আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, যেটা আমি করিনি। সঙ্গে সঙ্গে ব্যাংকের সাথে যোগাযোগ করি, কিন্তু অ্যাকাউন্ট সুরক্ষিত করা আর টাকা ফেরত পাওয়ার পুরো প্রক্রিয়াটা ছিল খুবই পীড়াদায়ক। বারবার মনে হচ্ছিলআর কী কী তথ্য বাইরে ছড়িয়ে পড়েছে? আমার পরিচয়পত্র, ঠিকানা, ক্রেডিট কার্ডের তথ্য। কেউ কি আমার পরিচয় ব্যবহার করে অন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে?
উইলসন (Wilson): আমি সবসময় ভাবতাম সাইবার নিরাপত্তা শুধু বড় বড় কোম্পানির জন্যই উদ্বেগের বিষয়, কিন্তু এখন বুঝতে পারছি—প্রত্যেক ব্যক্তির জন্যই সাইবার সচেতনতা কতটা জরুরি। তখন থেকে আমি সম্পূর্ণ আলাদা ও শক্তিশালী পাসফ্রেজ ব্যবহার করে এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করে আমার অনলাইন অ্যাকাউন্টগুলো যতটা সম্ভব সুরক্ষিত রাখার দিকে মনোযোগ দিচ্ছি।
নাদিয়া (Nadia): অন্তত ১৫টি অক্ষর ব্যবহার করে আমি নিশ্চিত করি যেন পাসফ্রেজগুলো শক্তিশালী হয়। এতে আমি নিজের নাম, জন্ম তারিখ বা ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য ব্যবহার করি না।
প্রিয়া (Priya): হালনাগাদ করার নোটিফিকেশনদেখামাত্রই আমি আমার ডিভাইসগুলোর সফটওয়্যার আপডেট করি। একইভাবে, যেখানে সম্ভব, আমি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করি। এখন আমি জানি কোন কোন অনলাইন পদক্ষেপ আমাকে আরও নিরাপদ করে তোলে। এখন অনলাইন কর্মকাণ্ডে আমি অনেক বেশি নিরাপদ বোধ করি।
নাদিয়া (Nadia): এটা লজ্জিত হবার কোনও বিষয় নয়। আমাদের উচিত খোলাখুলি কথা বলা, অন্যদের সঙ্গে আলাপ করা, এবং এমন পদক্ষেপ নেওয়া যাতে ভবিষ্যতে আর এমনটা না ঘটে।
ঝুঁকি কমাতে এখনই ব্যবস্থা নিন:
- যেখানে সম্ভব, সবসময় মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন
- প্রতিটি অ্যাকাউন্টের জন্য একটি আলাদা ও শক্তিশালী পাসফ্রেজ ব্যবহার করুন – অন্তত ১৫ অক্ষরের
- আপনার ডিভাইস সুরক্ষিত রাখতে সব সফটওয়্যার আপডেট ইনস্টল করুন
আরও জানতে ভিজিট করুন actnowstaysecure.gov.au
অস্ট্রেলিয়ান সরকার, ক্যানবেরা কর্তৃক অনুমোদিত